শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫৮

"মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২১ ও সিপিপি'র ৫০ বছর প‚র্তি উপলক্ষে আলোচনা সভা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার সারোয়ার জাহান, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, সমাজ সেবা অফিসার ছামিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফজলুল হক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলজার হোসেন, সাব অফিসার মমিনুর ইসলাম, লিডার শামসুল আলম, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম। শিবগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ মোকাবেলায় মহড়ায় বিভিন্ন প্রস্তুতির কৌশল প্রদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত