শিক্ষকের ওপর হামলার অভিযোগে শ্রীপুরে মানববন্ধন

  টি.আই সানি  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১২:২২ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকায় আহলে হাদীস পুরাতন জামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে (৫৫) হামলার অভিযোগ করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) এশার নামাজের আগে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) বিকেল তিনটায় শ্রীপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হামলার ঘটনায় আহতে শিক্ষকের ছেলে খালেদুর রহমান শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোস্তফা কামাল, মজনু মিয়া, কামালসহ অজ্ঞাত আরও কমপক্ষে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হামলার প্রতিবাদে শিক্ষকবৃন্দের বিক্ষোভ ও মানববন্ধনে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনার নিন্দা ও হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির হিমু, শিক্ষক নেতা নজরুল ইসলাম, আছমা খাতুন, মোশারফ হোসেন দিপু, সাজেদা পারভীন, ফরিদা ইয়াসমিন, মাসুদ ইবনে মোবারক, শাহজাহান মিয়া প্রমূখ।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, অভিযোগের বিষয়ে ঘটনা তদন্তে একজন উপ-পরিদর্শককে (এসআই) প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত