শাজাহানপুরে মাটিবাহী ট্রাকের চাপায় নিহত দুই, আহত ৪
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১০:১৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৮
বগুড়ার শাজাহানপুরে মাটিবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার [সিএনজি] যাত্রী ঘটনাস্থলেই পুরুষ ও মহিলা দুই জন নিহত হয়। শিশুসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। শনিবার সন্ধা পৌনে ৮ টার দিকে উপজেলা মাদলা-বাগবাড়ী সড়কের তিনপুকুর মোড়ে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, অটোরিক্সা যাত্রী শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শশ্মানকান্দি গ্রামের পুটু প্রামাণিকের মেয়ে পুতুলী বেগম ২৫ও গাবতলী উপজেলার নিজগ্রামের আব্দুল বাক[৫৫]। আহতদের মধ্যে গুরুতর হল, অটোরিস্কা চালক বাগবাড়ী গ্রামের জালাল উদ্দিনের পুত্র নাসির(২৫) ও কলাকোপা গ্রামের ইলিয়াসের পুত্র আব্দুল বারী ৫০। অপর আহত দুই জনের মধ্যে এক জন শিশু ও একজন পুরুষ রয়েছে। এ দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানায়, বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে দেখে এক অটোরিক্সা যোগে ৬ জন স্বজন বাগবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে মাদলা-বাগবাড়ী সড়কের খোট্রাপাড়া ইউনিয়নের তিনপুকুর মোড় নামকস্থানে মাদলাগামী মাটি বহন কারী রেজিষ্ট্রেশন বিহীন বেপরোয়া গতিতে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পুতুলী বেগম ও আব্দুল বাকীকে মৃত ঘোষনা করে মর্গে প্রেরণ করে । আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উত্তেজিত জনতাকে উপযুক্ত বিচারের আশ্বাস প্রদান করে শান্ত করে।
ছিলিমপুর [মেডিকেল] পুলিশ ফাঁড়ির ইনচার্জ [পরিদর্শক] লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পুতুলী বেগম ও আব্দুল বাকী নামের নারী-পুরুষের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এক শিশুসহ আহত ৪ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি। হতাহত যানগুলো উদ্ধারের কাজ চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত