লৌহজংয়ে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা   

  লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৩:৩৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক হাজার ২০০ গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার দিঘলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে লৌহজং উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এ চিকিৎসার আয়োজন করে। 
     
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের নেতৃত্বে ১৮ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ১ হাজার ২০০ দরিদ্র মানুষকে নাক, কান, গলা, মেডিসিন, চর্ম ও যৌন রোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শিশু ও মহিলা রোগের চিকিৎসাসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লৌহজং উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঢালী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত