লৌহজংয়ে বিদ্যুৎ স্পর্শে অটোচালকের মৃত্যু

প্রকাশ: ৭ জুন ২০২১, ২১:০২ | আপডেট : ১০ মে ২০২৫, ২০:২১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিদ্যুৎ স্পর্শে শাহিন বেপারী (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার হাটভোগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার রাত থেকে শাহিনের অটোরিকশাটি গ্যারেজে চার্জ দেওয়া অবস্থায় ছিল। পরদিন সোমবার সকাল ১০টার দিকে শাহিন অটোরিকশার চার্জার খোলার সময় তাকে বিদ্যুৎ স্পর্শ করে। তখন সেখানে কেউ ছিল না। গ্যারেজের মেঝেতে কিছুক্ষণ পড়ে থাকার পরে আরেক অটোচালক শাহিনকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। মৃত শাহিন বেপারী উপজেলার হাটভোগদিয়া গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে। শাহিনের স্ত্রী ও পাঁচ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত