লৌহজংয়ে ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ | আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

আজ লৌহজং উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃিষ্ট্রান ঐক্য পরিষদের দপ্তরে আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সকল ইউনিয়ন ঐক্য পরিষদ যুবঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দের এক যৌথ মতবিনিময় সভা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দের সন্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় গীতা পাঠ করেন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত চক্রবর্তী। সভায় প্রধান উপদেষ্টা সুধাংশু কুমার দাস অর্থ সম্পাদক পুলিন সরকার, কায্যকরি সদস্য পলাশ কুমার দে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহার মায়ের রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয়।
সভায় সরকার জেলা ও উপজেলা প্রশাসন ও পুজা উদযাপন পরিষদের নিয়ম রিতি মোতাবেক ভাবগাম্ভীর্যের সাথে বাংগালি হিন্দু জনগোষ্ঠীর সবচয়ে বড় উংসব দুর্গা পুজা উদযাপনের সিন্ধান্ত গৃহিত হয়।সভায় সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ হতে সকলকে বিরত থাকতে অনুরোধ করা হয়। সকল মন্দিরে পুজা উপলক্ষে সংগঠনের ফ্যাস্টুন প্রর্দশনের সিন্ধান্ত গৃহিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল,সনৎকুমার চক্রবর্তী, হরিদাস বিশ্বাস ভজন লাল দাস , বলরাম দাস, প্রদীপ দাস,মিন্টু কুমার দাস,জুরেন মন্ডল অরুন কুৃমার দাস, লক্ষন সরকার, মাখন সরকার, ,সুনীল ঘোষ, মহাদেব রায় শংকর দে রনি ভট্টাচার্য কৃষ্ণ দাস, সজল কুমার দাস,পলাশ দে, নির্মল দাস, কীশোর বাড়ই, , মিতা কর্মকার, শ্রী কৃষ্ণ ঘোষ, নবীন রায় অরবিন্দু বিশ্বাস , মহাভারত পোদ্দার, কৃষ্ণ দাস, শম্ভু মন্ডল, সুমন মল্লিক, শংকর দে, গোপাল দাস, শক্তি সরকার, অন্তর রাজবংশী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত