লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১১:৪৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৮

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিল গতকাল শনিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।  

এতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, সহকারী কমিশনার ( ভূমি) ইলিয়াস শিকদার, মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ আবু তাহের মিয়া, লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির মাষ্টার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি শামীম ফরাজি, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়া বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান,  সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহম্মেদ রফিক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম সহ লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান উপজেলার সাংবাদিক বৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত