লৌহজংয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন অধ্যাপক জাফর ইকবাল  

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মে ২০২২, ১৩:৫২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২২:৫২

গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ায় অবস্থিত আর্থ সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলার প্রধান কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিচালক, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নানের ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর  ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড: ইয়াসমিন হক, অবারিত বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক বিলকিস বেগম, অবারিত বাংলার সহ-সভাপতি অলক কুমার মিত্র, নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান।

এর আগে সকালে অধ্যাপক জাফর ইকবাল লৌহজং উপজেলা প্রশাসন আয়োজিত ও অবারিত বাংলার সহযোগিতায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ❝ এসো বিজ্ঞান শিখি, প্রযুক্তিভিত্তিক দেশ গড়ি ❞ শীর্ষক এক কর্মশালায় প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী ও দুই শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্কতা সৃষ্টি ও বিজ্ঞান পড়ার জন্য আগ্রহী করার জন্য এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  অধ্যাপক ড. ইয়াসমিন হক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  অধ্যাপক ড.আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল। 

অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পরে অধ্যাপক জাফর ইকবাল সহ সকল অতিথি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পদ্মানদী ও বাঙালির লালিত স্বপনের সেতু পদ্মা সেতু নদী হতে পরিদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত