লিভারপুলের ৬ গোলের দিনে সালাহর অন্যন্য রেকর্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৬

ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েকটা ম্যাচ দুর্দান্ত খেলেছে লিভারপুল। যার ধারাবাহিকতা দেখা গেল গতকাল রাতের ম্যাচেও।বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মোহামেদ সালাহর দল।

অ্যানফিল্ডে মার্সেলো জোড়া গোল করলেন সালাহ, একটি এসিস্ট ছিল সঙ্গে।  আর এরই সঙ্গে অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন অলরেডদের এই মিসরীয় তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এখন গোলে সর্বোচ্চ অবদানের রেকর্ড সালাহর (১৬০)। আইভরি কোস্ট কিংবদন্তি দিদিয়ের দ্রগবার (১৫৯) রেকর্ড ভাঙলেন তিনি।

আর এ রেকর্ড গড়তে চেলসির সাবেক স্ট্রাইকার থেকে ৭২ ম্যাচ কম খেলেছেন সালাহ।ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পায়নি মার্সেলো বিয়েলসার লিডস।

৩৫ মিনিটের মধ্যে লিডসের জালে ৩ গোল জমা করে লিভারপুল। ১৫ ও ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। ৩০ মিনিটে সালাহর পাস থেকে গোল পান মাতিপ। ৩-০ গোলেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গোল তো শোধ করতে পারেইনি লিডস, উল্টো ম্যাচের শেষ ১৩ মিনিটে আরো তিনটি হজম করে। ৮০ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন অলরেডদের অন্যতম তারকা সাদিও মানে। যোগ করা সময়ের ৩য় মিনিটে শেষ গোলটি ফন ডাইক।

ম্যাচের শেষ ১৩ মিনিটে আরও ৩ গোল করে লিভারপুল। ৮০ ও ৯০ মিনিটে মানের গোলের পর যোগ করা সময়ের ৩ মিনিটে শেষ গোলটি ফন ডাইকের।

এ জয়ের পর ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। এপ্রিলে সিটির মুখোমুখি হবে লিভারপুল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত