লকডাউনে কঠোর অবস্থানে আদমদীঘি উপজেলা প্রশাসন
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২০:০৪ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২০:১৯
সারাদেশের ন্যায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলায় কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমা শারমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
এছাড়া সরকারি বিধি নিষেধ ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬টি মামলা, ১০ জনের ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন জানান, করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ সবাইকে মানতে হবে। বিধি-নিষেধ লংঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও টহল অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত