লকডাউনে কঠোর অবস্থানে আদমদীঘি উপজেলা প্রশাসন

প্রকাশ : 2021-07-03 20:04:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লকডাউনে কঠোর অবস্থানে আদমদীঘি উপজেলা প্রশাসন

সারাদেশের ন্যায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলায় কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সীমা শারমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 

এছাড়া সরকারি বিধি নিষেধ ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬টি মামলা, ১০ জনের ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন জানান, করোনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ সবাইকে  মানতে হবে। বিধি-নিষেধ লংঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও টহল অব্যাহত থাকবে।