রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই শিশু গুলিবিদ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৭ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:২০

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুইটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়া আওতাধীন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো- ৮নং ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও একই ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে আবুল (ফয়েজ)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নুর বশর বলেন, দীর্ঘদিন ধরে দুইটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছে। এ নিয়ে আজ সকাল থেকে দফায় দফায় গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের আবস্থা গুরুতর। এখানে সব রোহিঙ্গা আতঙ্কে আছেন। আমরা নিরাপত্তা চাই।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত