রোববার ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১৯:০২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং পরে গোপীবাগ রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২২ অক্টোবর) দুপুর ১টায় দিকে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা স্থাপন ও অঞ্জলির মাধ্যমে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরাধনা।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মালম্বীদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল রোববার (২২ অক্টোবর) হবে অষ্টমী পূজা। ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।
ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছেন। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত