রোনালদো ফিলিস্তিনের সমর্থন করায় বিশ্বকাপে 'রাজনীতির শিকার': এরদোয়ান
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:২৬ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪
কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান। তার মতে, ফিলিস্তিন ইস্যুতে কথা বলার জন্যই পর্তুগাল দলে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয় রোনালদোকে। মানসিকভাবেও নাকি তাকে বিপর্যস্ত করে রাখা হয়েছে। সংবাদ সংস্থা আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেন তিনি।
বিশ্বকাপের আগে দিয়ে তো রীতিমতো বোমাই ফাটিয়েছেন রোনালদো। পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগকে সরাসরি অভিযুক্ত করেছিলেন, করেছিলেন কিছু বিতর্কিত মন্তব্য। ফলে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে আর রাখেনি। বিশ্বকাপ চলার সময়ই ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কচ্ছেদ হয়ে যায় তার।
ইউনাইটেডের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর রোনালদোকে বিশ্বকাপে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন পর্তুগালের সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। কোরিয়ার বিপক্ষে উঠিয়ে নেয়ার পর সুইজারল্যান্ড আর মরক্কো ম্যাচে তাকে অধিকাংশ সময় কাটাতে হয়েছে বেঞ্চে। দলের সেরা তারকাকে বসিয়ে রাখার ফলও পেয়েছে পর্তুগাল। বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।
দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন সিআরসেভেন। এমনকি বিভিন্ন সময়ে তিনি আর্থিক সহায়তা করেছেন ফিলিস্তিনি শিশুদের। ইসরাইলের ফুটবলারের সঙ্গে জার্সি বদল কিংবা হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে এর আগেই হয়েছেন খবরের শিরোনাম। নানা সময়ে পাশে ছিলেন সিরিয়া-রোহিঙ্গাসহ মুসলিম বিশ্বের। আর সে কারণেই মধ্যপ্রাচ্যের বিশ্বকাপেই টার্গেট করা হয়েছিল ক্রিস্টিয়ানোকে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোনালদোর কড়া ভক্ত। তার দাবি, বিশ্ব নোংরা রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন রোনালদো। এসব ছিলো পূর্বপরিকল্পিত।
এরদোয়ান বলেন, তারা রোনালদোকে নষ্ট করেছে। ক্রিস্টিয়ানোর মতো একজন ফুটবলারকে শুধু ৩০ মিনিটের জন্য মাঠে নামিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত। দুর্ভাগ্যবশত তারা রোনালদোর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। কারণ রোনালদো এমন একজন যে ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছিল।
উল্লেখ্য, বর্তমানে ক্লাবহীন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর থেকে তিনি একেবারেই চুপ। গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি বিরাট অর্থে যেতে পারেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু শোনা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত