রেজাউদ্দিন স্টালিন নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ ২০২২ ভূষিত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৪:৪৬ |  আপডেট  : ২ মে ২০২৪, ১৪:২৬

রেজাউদ্দিন স্টালিন নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ ২০২২ এ ভূষিত। এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে।লেখক ও বিজ্ঞানীদের প্রতিবছর পুরস্কারটি  দেয়া হয়।পৃথিবীর ৬০টি দেশের কবি সাহিত্যিক ও বিজ্ঞানীরা পুরস্কারটি পেয়ছেন।১১ জন জুরির প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক পুরস্কারটি দেয়া হয়।২০২২ সালে রেজাউদ্দিন স্টালিন  ছাড়া আরো পুরস্কার পেয়েছেন-নাইজেরিয়ার প্রিন্সেস লাভলিন ইয়ো, ইতালির মেরিনা প্রাটিসি, ফ্রান্সের নেরেইডেস বি বোরবন, ত্রিনিদাদের লেখক ব্রেন্ডা মোহাম্মদ।১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেন রাইটার্স ইউনিয়ন এই পুরস্কার প্রবর্তন করে।

এবছর কবিতায় অসামান্য সৃজনশীলতা,যুদ্ধের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের জাগরণে অবদানের জন্য বাংলাদেশের কবি রেজাউদ্দিন স্টালিনকে এই পুরস্কারে ভূষিত করেছে।রেজাউদ্দিন স্টালিন ইতোমধ্যেই অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

তিনি  গান্ধী শান্তিপুুরস্কার, ভারত-২০২১ এবং ভূটান- লিটারারি ফোরাম ফর পিস এন্ড হিউম্যান রাইটস সম্মাননা ২০২১ লাভ করেন।

বাংলা ভাষার বৈশ্বিক কণ্ঠস্বর শক্তিমান কবি রেজাউদ্দিন স্টালিন বাংলা কবিতায় শান্তি ও মানবিক মূল্যবোধ ও মানবাধিকার নিয়ে কাজ করেন।
 
পৃথিবীর ৪২ টি ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে।এর আগে তিনিবাংলা একাডেমি পুুরস্কার, মাইকেল মধুসূদন পুুরস্কার, সিটি আনন্দ আলো পুুরস্কার, ভারতের সব্যসাচী, দার্জিলিং নাট্যচক্র, সাংস্কৃতিক খবর,ধারা সাহিত্য আসর, খুলনা রাইরাটার্স ক্লাব,সাতক্ষিরা কবিতা পরিষদ এবং যুক্তরাজ্যের জার্নালিস্ট এসোসিয়েশন এওয়ার্ড, যুক্তরাষ্ট্রের তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, লসএন্জেলেস বাদাম সম্মাননা,রাইটার্স ক্লাব সম্মাননা লাভ করেন।এছাড়াও কেজি টকিজ,চিন থেকে পাওয়ার পোয়েট এওয়ার্ডস, মার্কটোয়েন এওয়ার্ড আমেরিকা,নাইজেরিয়ার স্কুল অব পোয়েট্রি এন্ড আর্ট,আর্জেন্টনার এসোপে গ্লাডিয়াস ভেগা হারারে কতৃক সম্মাননা,ভারতের রাজকোট থেকে শক্তি ট্রাস্ট এওয়ার্ড, ইউক্রেন লেটারারি একাডেমি থেকে সম্মাননাসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।করোনাকালীন সময়ে লেখালেখি ও মিডিয়াত কাজ করার পাশাপাশি তিনি নানা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন।তার গ্রন্হের সংখ্যা শতাধিক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত