রাশিয়ার সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২ মে ২০২২, ০৯:২৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণ বেলগোরোড অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর ভিয়েচেস্লাভ গ্লাদকভ এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

রোববার (১ মে) অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভিয়েচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বেলগোরোড অঞ্চলে গোলাবর্ষণ, বিস্ফোরণ নতুন নয়। গেল বুধবারও শহরটিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় একটি গোলাবারুদের গুদামে আগুন ধরে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত