ম্যাক্রোঁর শোক

রাশিয়ার রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১১:১২ |  আপডেট  : ২ মে ২০২৪, ১১:২২

ইউক্রেনের পূর্ব রণাঙ্গনের খবর সংগ্রহের সময় মঙ্গলবার রাশিয়ার রকেট হামলায় ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক নিহত হয়েছেন। এএফপি জানিয়েছে, নিহত সাংবাদিক সোলডিন বাখমুতের নিকটবর্তী চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এক বিবৃতিতে এএফপি জানিয়েছে, পূর্ব ইউক্রেনে এএফপি’র ভিডিও সাংবাদিক আরমান সোলডিনের মৃত্যুর খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি। তার পরিবার এবং প্রিয়জনদের জন্য  সমবেদনা।

সোলডিন বসনিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। বাখমুতের রণাঙ্গনের কাছে যুদ্ধের খবর কাভারের সময় সঙ্গে আরও চার সহকর্মী ছিলেন। রুশ রকেট হামলায় তার সহকর্মীদের কেউ আহত হননি বলে জানিয়েছে নিউ এজেন্সিটি।

ফরাসি সাংবাদিক নিহতের বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেন যুদ্ধে ফরাসি সাংবাদিক আরমান সোলডিনের মৃত্যুতে এক টুইট বার্তায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর পর থেকেই ডজনখানেক সাংবাদিক নিহত হয়েছেন। যাদের অধিকাংশই রুশ হামলা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত