রাজধানীর উত্তরায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৩ |  আপডেট  : ৯ মে ২০২৫, ১৪:১৯

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় জয়নাল মার্কেটের সামনে চলন্ত কিশোরগঞ্জগামী ‘এগারো সিন্ধু’ ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সজিব চন্দ্র বর্মন (৩৫) নামে ওই যুবক ট্রেনটির ‘সুরুচি ফাস্ট ফুড’-এ ক্লিনারের কাজ করতেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। 

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। তিনি বলেন, ওই যুবক অসাবধানতাবশত চলন্ত ট্রেনের দরজা দিয়ে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। 
সজিব চন্দ্র গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোড়সাপ গ্রামের মৃত অরুন চন্দ্র বর্মন ও রেখা রানীর ছেলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত