রকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যা বললেন স্মিথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৩:০২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে না পেরে উপস্থাপক ও কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেতা উইল স্মিথ। এক বিবৃতিতে স্মিথ জানিয়েছেন, তার এই কাণ্ড ‘অগ্রহযোগ্য ও অমার্জনীয়।’

এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্রিস। আমি ঠিক পথে ছিলাম না, আমার ভুল হয়েছে।’

অস্কার একাডেমি স্মিথের চড় মারার ঘটনায় নিন্দা জানানোর পরই তিনি এই বিবৃতি দিয়েছেন। স্মিথ বলেছেন, ‘সব রকমের সহিংসতাই বিষাক্ত ও ধ্বংসাত্মক।’

তবে স্ত্রীকে নিয়ে রসিকতার বিষয়টি এখন স্মিথের কাছে ভালো মনে হচ্ছে না। ক্ষমা চাওয়া বিবৃতিতেই তিনি বলেছেন, ‘অ্যাকডেমি অ্যাওয়ার্ডের কালকের রাতে আমার আচরণ ছিল অগ্রহযোগ্য ও অমার্জনীয়। কৌতূক আমার কাজেরই অংশ, কিন্তু জাডার ( স্মিথের স্ত্রী) চিকিৎসা পরিস্থিতি নিয়ে রসিকতা মেনে নেওয়া আমার জন্য কষ্টকর। যে কারণে আবেগী হয়ে আমি এমন প্রতিক্রিয়া জানিয়েছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত