রংপুরে মীরবাগ গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ
প্রকাশ: ২০ জুন ২০২৩, ১৭:০৩ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৫:২২
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন বিশেষ দিবস উপলক্ষে প্রতিজন সক্রিয় সদস্যদের মাঝে ৬টি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
গ্রামীন ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কাউনিয়া উপজেলার মীরবাগ গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে মঙ্গলবার ব্যাংক কার্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক মিরবাগ শাখার ম্যানেজার দিলরুবা সুলতানা লাকী। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, গ্রামীণ ব্যাংক শাখার সেকেন্ড ম্যানেজার রফিকুজ্জামান, মাঠকর্মী আমিনুল ইসলাম, রেজাউল হোসেন, শরিফুল ইসলাম, ফেরদৌসী আক্তার,সাংবাদিক জহির রায়হান প্রমূখ। গ্রামীন ব্যাংক মীরবাগ শাখায় সদস্যদের মাঝে ফলজ ও বনজ ১২৫০০ গাছের চারা বিতরণ করা হবে। এর মধ্যে প্রথমদিন ৪০০০ চারা বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত