‘যেকোনো পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২ |  আপডেট  : ১ অক্টোবর ২০২৫, ০২:৪৪

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। দুর্গাপূজার আনন্দ উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হোক এই প্রত্যাশা করি।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা বাংলাদেশি’। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা থাকবে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সঙ্গে থাকবে। পূজা মন্দির পরিদর্শনকালে মাগুরা জেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, কৃষকদল, যুবদলের ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত