আমরা এমপি, মন্ত্রী নই, আমরা জনগনের সেবক: শহিদুল ইসলাম বাবুল

  মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭ |  আপডেট  : ১ অক্টোবর ২০২৫, ০২:৪৬

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৪ এর বিএনপি'র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা এমপি নই,আমরা মন্ত্রী নই, আমরা জনগনের সেবক। আমরা পাহারাদার।  আমরা জনগনের পাশে থেকে জনগনের খেদমত করতে চাই। এই নির্দেশ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। 

সোমবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই ভাঙ্গার প্রতিটা পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতা কর্মীরা দুর্গা উৎসব যতদিন চলবে, ঠিক ততদিন জ পাহারা দিবে। 

ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ভাঙ্গা থেকে ধানের শীর্ষ ৯০% ভোট পাবে। ভাঙ্গার মানুষ মনে প্রানে বিএনপিকে ভালবাসে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতা-কর্মী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত