পঞ্চগড়ে জুলাই-আগষ্ট আন্দোলনে নিখোঁজ আলআমিন পরিবারের পাশে এসসিপির আর্থিক সহয়তা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২ | আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৫

পঞ্চগড়ে চব্বিশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিখোঁজ হওয়া আল আমিনের চার বছরের শিশু মেয়ের হাতে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি।
সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলা হাফিজ্বাাদ ইউনিয়নে আমবাড়ি এলাকায় নিখোজ হওয়া আল আমিনের শ্বশুর বাড়িতে থাকা স্ত্রী সুমি আক্তার ও মেয়ে আশা মনি(৪)এর হাতে আর্থিক সহায়তা তুলে দেন পঞ্চগড়ের বোদা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী শিশির আসাদ।
এসময় তিনি বলেন,নিখোজ আল আমিন ছাত্র-জনতার আন্দোলন অংশগ্রহণ প্রমাণ করছে,২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেন এই এনসিপির নেতা।
জানা যায়,নিখোঁজ আল আমিন(২১)পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক। গত বছরের ৫ আগস্ট সকালে বাড়ী থেকে বের হয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি।এরপর আল আমিন রাতে বাড়ী না ফিরলে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা।
তার খোজ খবর না পেয়ে এরপর গেল বছর ১৪ আগস্ট থানায় সাধারণ ডাইরিও করেন তারা। এদিকে নিখোজ আল আমিনের শ্বশুর মকছেদুল আলম ও শ্বাশুড়ি মর্জিনা বেগম বলেন,আমরা গরীব অসহায় মানুষের জমিতে কাজ করে কোন রকমে দিনযাপন করি,তারপরে আমার মেয়েকে দেখাশুনা করতে হয়।সরকারে কাছে আমাদের দাবী আমার মেয়েকে আর্থিক সহায়তা করলে আমার এই মেয়ে একবেলা হলেও চলতে পারবে।
এদিকে নিখোজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন,গত ৫ আগস্ট থেকে নিখোঁজ আমার স্বামী এখন পর্যন্ত ১৩ মাস হলো আমার স্বামীর কোন খোজখবর পাওয়া গেলনা। বারবার প্রশাসনের কাছে গেছি কোন পদক্ষেপ নিচ্ছেনা।বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছেন আমি আন্দোলনে গেলাম। আর সে বাড়িতে ফেরত আসল না।অনেক খোজাখোজি করেও তাকে পাওয়া গেলো না ।আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আছি।অনেক কষ্টে দিনাতিপাত করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত