যুব বিশ্বকাপে পাকিস্তানকে অতি সহজেই হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৪ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:০১
ব্যাটারদের পর বোলারদের দাপটের কাছে পাকিস্তানকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অতি স্বাচ্ছন্দ্যে যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া।
শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা অজিরা ৭ উইকেটে ২৭৬ রান করে। পাকিস্তানের ব্যাটাররা রান তাড়া করতে গিয়ে প্রতিরোধই গড়তে পারেনি। ৩৫.১ ওভারেই ১৫৭ তারা গুটিয়ে যায়।
ম্যাচের শুরুতে দুই অজি ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে এবং টিগু উইলি ৮৬ রানের জুটি গড়ে দলের শক্ত ভিত গড়ে দেন। ১৭তম ওভারে পাকিস্তানের অধিনায়ক কাসিম আকরামের বলে কেল্লাওয়ে ৬৩ বলে ৪৭ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ওপেনিং জুটি ভাঙে।
দ্বিতীয় উইকেটে কোরি মিলারের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে বড় রানের পথে দলকে এগিয়ে নিতে থাকেন উইলি। বিপজ্জনক হয়ে ওঠা উইলি ৯৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রানের ঝলমলে ইনিংস খেলার পর ডানহাতি মিডিয়াম পেসার আওয়াইস আলির বলে বোল্ড হন।
দলীয় স্কোর দুইশ পেরোনোর পর তিনে নামা মিলারকে ফেরান কাসিম। আউট হওয়ার আগে মিলার ৭৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন।
স্লগ ওভারে ৫ উইকেট হারানো ক্যাঙ্গারুদের রানের গতিকে সচল রাখেন অধিনায়ক কুপার কলোনির ২৫ বলে ৩৩, উইলিয়াম সালজম্যানের ১৪ বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত ২৫ এবং এইডেন কাহিলের ১৫ বলে ১৮ রানের ইনিংস।
পাকিস্তানি বোলার কাসিম খান ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। আওয়াইস আলি দুটি ও একটি করে উইকেট পান জিশান জামির ও মেহরান মমতাজ।
২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান ২৭ রানের ভেতরেই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে যায়। তৃতীয় উইকেটে আব্দুল ফাসিহ (২৮) এবং ইরফান খানের (২৭) তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করলেও চরম ব্যাটিং বিপর্যয়ে সেটি কাজে লাগেনি। ১৬তম ওভারে ২ উইকেটে ৭৭ থেকে ২৬তম ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৭ রানে।
এরপর আহমেদ খান এবং সর্বাধিক ২৯ রান করা মেহরান মমতাজ ৪৫ রানের জুটি গড়ে দলকে দেড়শর কাছাকাছি রানে নিয়ে যান। কিন্তু তাদের প্রচেষ্টা একেবারেই যথেষ্ট ছিল না। ১৫ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারিয়ে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
অজি বোলার উইলিয়াম সালজম্যান ৩৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। টম উইটনি ও জ্যাক সিনফিল্ড দুটি ও জ্যাক নিসবেট একটি উইকেট পকেটে ভরেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত