রংপুরের কাউনিয়ায় বৃষ্টি ও বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি
সারওয়ার আলম মুকুল
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:১২ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২০:০৯
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন গ্রামে হঠাৎ বৃষ্টির সাথে বাতাসের ফলে আমন ধানের গাছ নুয়ে পড়েছে মাটিতে। এছাড়া ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজি।
সরেজমিনে উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন সফলের মাঠ ঘুরে দেখা গেছে রবিবার রাতে হঠাৎ শান্ত আকাশে মেঘ ডাকতে শুরু করে, এর পর শুরু হয় মুশলধারে বৃষ্টি ও সাথে বাতাস। এই বৃষ্টি ও বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বেশিরভাগ ক্ষেতই নষ্ট হয়ে গেছে। বাতাসে নষ্ট হয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। ফলে অনেকটাই ক্ষতিসাধন হয়েছে বলেও জানান কৃষকরা। বিশেষ করে উপজেলার শহীদবাগ ও কুর্শা ইউনিয়নসহ অন্য ইউনিয়নের কয়েক শতাধিক একর ধানক্ষেতের অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে।
রংপুর-কৃড়িগ্রাম মহাসড়কের দুই পার্শে লক্ষ্য ধানক্ষেতের শোচনীয় অবস্থা দেখা গেছে। বাড়ৈহাট গ্রামের কৃষক শফিকুল ও আঃ হক জানান, আমাদের এলাকায় প্রায় ১৫ একর জমির ধান শেষ হয়ে গেছে। ধানের গাছগুলো বাতাসে-বৃষ্টিতে মাটিতে পড়ে গেছে এবং অনেক ধান ঝরে গেছে। আশপাশের গ্রাম গুলোতেও ধান ক্ষেতে একই চিত্র দেখা গেছে। কুর্শা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বাতাস ও বৃষ্টিতে ধানের আংশিক কিছু ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। কাউনিয়া উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার জানান, উপজেলায় বাতাস ও বৃষ্টিতে ধানগাছ হেলে পড়েছে। এ বিষয়ে রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট পেলেই ক্ষতির পরিমাণ বলা যাবে। তবে এই ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত