পঞ্চগড় সীমান্ত থেকে ১টি দেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ফেনসিডিল উদ্ধার

  কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:২৭ |  আপডেট  : ২৮ অক্টোবর ২০২৫, ২০:১৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে ১টি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর  পেয়ে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সদস্যরা জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবিক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। সেই সাথে জব্দ করা হয়েছে দুটি বাটম ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিক  মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত