জামালপুরে কাভার্ট ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ , নিহত ৪
ছাইদুর রহমান, জামালপুর
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৪:১৮
জামালপুরে কাভার্ট ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এক শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) এবং অজ্ঞাত এক নারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ট ভ্যানের সঙ্গে জামালপুরগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।
অবস্থা গুরুতর হওয়ায় আহত এক শিশুসহ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো— দুর্ঘটনায় নিহত আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) এবং নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ট ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্ট ভ্যানটিকে আটক করে, কিন্তু চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত