মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৫০ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২০:০২
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মাদারীপুর জেলা যুবদল। এই উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আন্দন মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গণপূর্ত অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়ন সহ-সভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আবহায়ক বাশার মাতুব্বর প্রমুখ।
অপরদিকে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ এর নেতৃত্বে অসহায় গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার শেষ রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সম্বাব্য এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান ।
এসময় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে যুবদল প্রতিষ্ঠা করেন। তার আদর্শকে ধারণ করেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করার আহবান জানান বক্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত