যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আদমদীঘিতে পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৩ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ২৩:১২
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়ার আদমদীঘি উপজেলার শাখার উদ্যোগে পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার রক্তদহ বিলে দেশি প্রজাতির পোনা মাছ অবমুক্ত ও উপজেলার সান্দিড়া এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট ও সরকারি স্থাপনার সামনে শতাধিক বনজ, ফলজ ও ঔষুধি গাছ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনাজুল ইসলাম মিনহাজ, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিমউদ্দিন যুগ্ম-আব্বায়ক আরিফুল হক রোমান, আদমদীঘি সদর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক সাগর, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম তৌহিদ, কৃষক দলের আহ্বায়ক আবু রায়হান শরীফ রানা, সদস্য সচিব রায়হান আলী, যুগ্ম আহবায়ক রুবেল, যুবদল নেতা মোহাম্মদ মিলন হোসেন, সান্তাহার ইউনিয়ন যুবদলের, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাবলু, ইউপি সদস্য অঞ্জু জোয়ারদার, যুবনেতা এস এম জুয়েল আসাদ, রায়পুল সুবান, এরশাদ আলী, সান্তাহার ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জিয়া শামীম, ছাত্রদল নেতা পলাশ আলী, স্বেচ্ছাসেবক নেতা সবুজ সরদার প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত