রংপুরের কাউনিয়ায় বিনাধান ১৭ এর মাঠ দিবস

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৯ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৫, ১৯:১৮

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানর জাত বিনাধান ১৭ ও ২৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজ প্রহলাদের উঠানে বুধবার বিনাধান ১৭ আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র রংপুরের আয়োজনে, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়ার সহয়োগিতায় মাঠ দিবেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর মোঃ সিরাজুল ইসলাম। কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র রংপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র রংপুর মোঃ মোতাব্বের হোসেন, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মোহর আলী, মাহফুজার রহমান, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার প্রহলাদ চন্দ্র, কৃষক আজিজুল ইসলাম, আব্দুস সামাদ, দুদু প্রমূখ। প্রধান অতিথি বলেন উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনাধান ১৭ ও ২৬ কাটার পর যে কোন রবিশষ্য আগাম লাগান যায়, বিশেষ করে সরিষা। বিনা ২৬ ধানে আমিষের পরিমান ৯.৫% বেশী থাকে। পোকার আক্রমন থেকে রক্ষা পেতে অবশ্যই লাইন করে ধান রোপন করতে হবে। পাতা পোড়া রোড় প্রতিরোধে সক্ষম বিনা ২৬ জাত। আমাদের শুধু ধানে ফুল আসার সময় শতর্ক থাকতে হবে। এই জাতের ধান পানি কম শোষন করে। ফলে আপনাদের উৎপাদন খরচ কম হবে। আলোচনা শেষে বিনা কৃষি ভিলেজের চাষিদের সাথে আলাদা ভাবে কথা কলেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত