মোড়েলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ৮ মে ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৭
বাগেরহাটের মোড়েলগঞ্জে রোববার পৌর সদরের বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত ২ কিমি.রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বারইখালী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলা চত্বরে সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মোটর সাইকেল ড্রাইভার আবুল হোসেন আবু। মানববন্ধনে ইজি বাইক চালক, মোটর ড্রাইভার, অটো রি·ার সহ অর্ধশতাধিক ড্রাইভার অংশ গ্রহন করেন।
মানববন্ধনে তার বলেন, এ রাস্তাটি দীর্ঘ অর্ধযুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার পিচ অনেক আগেই উঠে খোয়া দৃশ্যমান। মোটর ড্রাইভার সহ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই এ রাস্তায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অনতিবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, শীঘ্রই বারইখালী ষ্ট্রিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত এ নির্মানের কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত