মোড়েলগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদসামগ্রী ও বস্ত্র বিতরণ
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৬:০৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৫
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে দলীয় নেতাকর্মী ও স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়।
কাজী শাহারুন জামান নিপা, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন।
এ ছাড়াও উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন ফেরদৌসি হ্যাপী, সাধরণ সম্পাদ নাসরিন নাহার শিল্পী, পৌর সভানেত্রী মাহমুদা খানম, সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিন উপজেলার দৈবজ্ঞহাটি, পুটিখালী ও শরণখোলা উপজেলা নেতাকর্মীদের মাঝেও ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত