মোংলা বন্দরে বিদেশী জাহাজের সাইড ছিদ্র হয়ে গাড়ির ডেকে পানি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা বিদেশি জাহাজ মালশিয়া স্টার এর সাইড ছিদ্র হয়ে আমদানিকৃত গাড়ির ডেক পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) রাতে জাহাজের ডেকে পানি প্রবেশের বিষয়টি নজরে আসে জাহাজ কতৃপক্ষের। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু করা হয়। এর আগে ৬ তারিখ দুপুরে ৬৩৯ টি গাড়ি নিয়ে বন্দরে ভেড়ে সিংগাপুর থেকে ছেড়ে আসা জাহাজটি। পানিতে নিমজ্বিত থাকলেও গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে দাবী করেছেন জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট মোঃ ওহিদুজ্জামান জানান।
তিনি বলেন, দুপুরে জাহাজটি বন্দরে নোঙর করার পরে রাত থেকেই গাড়ি খালাসের কাজ শুরু হয়। এর মধ্যে জাহাজের ডেকে পানির উপস্থিতি টের পেয়ে খোজ করে দেখা যায়, জাহাজের পাশে ছোট একটি ছিদ্র হয়েছে। আমরা পরবর্তীতে দ্রুত গাড়ি খালাস করতে থাকি। বুধবার(০৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে সব গাড়ি খালাস সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হলে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর)জাহাজটি বন্দর ছেড়ে যাবে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত