মোংলায় পশুর নদীতে লাইটার জাহাজডুবি

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৮:২৯ |  আপডেট  : ২৩ মার্চ ২০২৪, ১৫:৫৯

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয় এলাকায় ৬০০ টন পাথরসহ এমভি মাস্টার দিদার নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ নদী সাঁতরে অপর একটি জাহাজে আশ্রয় নিয়েছেন। মোংলা বন্দরের সুন্দরবন সংলগ্ন পশুর নদীর হাড়বাড়ীয়ার ৩ নং অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে জাহাজটি ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জানান, তলা ফেটে ডুবে যাওয়া জাহাজটির সার্ভে সনদ মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন ছিলো।

পাথর নিয়ে ডুবে যাওয়া মাস্টার দিদার নামের জাহাজটির মালিক দেলোয়ার হোসেনকে তলব করাসহ দ্র“ত এটি উত্তোলনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ৬০০ টন পাথর নিয়ে জাহাজটি ডুবলেও মোংলা বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত