মেহেরপুরে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা সহ একজন আটক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৭:২৫ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১০:১৫
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা খালপাড়া সীমান্ত থেকে ৩৮ হাজার মার্কিন ডলার ও ১৭ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে রুবেল হোসেন নামে ওই চোরাকারবারিকে উপজেলার খাল পাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়ার গ্রামের চাঁদ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন বলেও জানান বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খাল পাড়া গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে আসা ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইউএস ডলারসহ টাকা পাওয়া যায়। টাকাগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি দীর্ঘ দিন হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি অর্থপাচার আইনে মামলা করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশি টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছে বিজিবি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত