মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১৭:৫০ | আপডেট : ৯ মে ২০২৫, ২০:২৫

আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যারা বদ্ধ রাষ্ট্রে পরিনত করতে চাই, সেই বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্টা করতে চাই, রাজনৈতিক ফয়দা লুটতে চাই, বিএনপি-জামায়াত যারা সব সময় দেশকে নিয়ে বিতর্কিত কথা বার্তা বলে দেশকে দেওলিয়া করে রাজনৈতিক ফয়দা লুটতে চাই, তারা মিথ্যাচারে লিপ্ত বলে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের জানান বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
তিনি আরো বলেন, শ্রীলংকা আজ কি কারনে দেওলিয়া হয়েছে তা সবাই জানে। পাকিস্তানও এক সময় দেওলিয়া হয়েছে। তাদের দেওলিয়া হওয়ার পিছনে দূর্নিতি, দেশের জনগনের স্বার্থের চেয়ে একটি স্বার্থবাদী গোষ্টির স্বার্থ হাসিল, শ্রীলংকার অর্থনীতি টুরিজমের উপর নির্ভর করে। তাদের অবস্থা ভেঙে পড়েছে। শ্রীলংকা কখনোই খাদ্য উদ্বৃত্তি ছিল না। তারা আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশ অর্থনৈতিক, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অনেক শক্তিশালি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথাই বলেন তার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা দেশবাসীই জানেন। খালেদা জিয়া দূর্নিতির দায়ে সাজাপ্রাপ্ত। এই মামলা আওয়ামীলীগ সরকার দেয়নি, তত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছে, সেই মামলার রায় হয়েছে। বরং জননেত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় তাকে বাড়ীতে থাকার অনুমতি দিয়েছে বলেও জানান তিনি। এর আগে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের কার্যক্রম।
রবিবার সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় নেতৃবৃন্দ। এর পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন তারা। বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে শেখ হাসিনা মে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন জাতীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। আলোচনা সভার সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে জল মাটি ও মানুষ নামের গীতিনাট্য পরিবেশনা করা হয়। এছাড়া জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ আওয়ামীলীগের নেতা-কর্মী, প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তা কর্মচারিসহ এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত