মেহেরপুরে ঈদের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর:

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১৮:৫৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:১১

মেহেরপুরে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেছে পুরাতন মদনাডাঙ্গা প্রবাসী কল্যাণ ট্রাস্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সংগঠনটির ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এ সংগঠনের পরিচালক রাজিব মিলন উপস্থিত থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন পুরাতন মদনাডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম আবদুর রউফ, আব্দুর রাজ্জাক, মান্না, আকাশ, সুুয়াাব, জাহিদ, স্বপন, কিবরিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অনেকেই সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারছে না। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসব মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত