মেহেরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষেভ মিছিলে পুলিশের বাধা 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০২:৩০

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, শি¶া সিলেবাসে ধর্মীয় সংকোচন বন্ধ, ইসলামী দেশ ও মানবতা বিরোধীদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন এবং ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে মেহেরপুরে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সোমবার বিকালের দিকে বিক্ষোভ মিছিলটি কোট মসজিদ থেকে মেহেরপুর পৌরসভা পর্যন্ত যাওয়ার কথা থাকলেও অনুমতি না থাকার কারণে পুলিশ তাদের বাধা সৃষ্টি করে ফলে বিক্ষোভ মিছিলটি হোটেল বাজার থেকেই ফিরে যায়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাস ধর্মশিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম-দেশ ও মানবতা বিরোধীদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুম কায়েমের লক্ষ্যে পহেলা এপ্রিল ঢাকা মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের পথসভা। তিনি আরো বলেন আজকের পথসভাটি মেহেরপুর কোর্ট মসজিদ থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা এবং বাধার কারণে আমরা হোটেল বাজার ট্রাফিক মোড়ে পথসভার শেষ করেছি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা শাখার সভাপতি মুফতি মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন আবির প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত