মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন নারী
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:৫০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া নামের এক নারী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনে ছেলে সন্তান জন্ম দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে এসে আগারগাঁও স্টেশনে সাড়ে ৮টার দিকে নামেন ওই নারী। তিনি মেট্রোরেলের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। পরে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।
স্টেশনের কর্তব্যরত নারী স্কাউট সদস্যরা ওই নারীর সেবাকাজে অংশ নেন। পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত