নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

  নাজমুল হুদা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডিএসএস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে। মানববন্ধনটি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার সড়ক আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। 

পরে ওই মাদ্রাসার শিক্ষক, নন্দীগ্রাম থানা ও কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মাদ্রাসা শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত