পঞ্চগড়ে রফিকুলের গাছ বিতরণ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭

পঞ্চগড়ে গাছের চারা বিতরণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোহনবাগান গ্রামের রফিকুল ইসলাম (৩৫)। তার বাবার নাম সামসুল হক, তিনি পেশায় একজন বাইসাইকেল মেকার।
তিনি আগামীতে এলাকায় জনপ্রতিনিধি হতে চান। তার স্বপ্ন ওই ইউনিয়নে তার ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার। সেই ব্রত নিয়ে জনগনের সেবায় নিজেকে তৈরি করতে চান তিনি। সেই প্রত্যাশা নিয়ে গত চার বছর ধরে গাছ বিতরণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন এলাকায়।তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নিজেকে উপস্থাপন করছেন। বিতরণ করছেন নানা প্রজাতির গাছের চারা।
জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহী রফিকুল।তারই আলোকে নিজের পরিচিতি বাড়াতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।তিনি গত ৪ বছর তার ওয়ার্ডে নয়টি গ্রামের অধিকাংশ বাড়িতেই একাধিকবার ছুটে গেছেন তিনি। এসময় দিয়ে এসেছেন ফলজ, বনজ ছাড়াও ঔষধি গাছের চারা। রফিকুল এ পর্যন্ত সহস্রাধিক চার বিলিয়েছেন তিনি। তার গাছ বিতরণের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় জনগন। তবে তিনি এরই মধ্যে ভোটে বিজয়ী মেম্বার না হলেও ‘গাছ মেম্বার’ নামে পরিচিতি পেয়েছেন । তবে স্থানীয়দের অনেকেই বলছেন,তিনি মেম্বার হতে পারবে না, অহেতুক অর্থ ব্যয় করে এসব করে চলেছে। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়েই তিন তার কাজ করে চলেছেন ।
স্থানীয়রা জানান, রফিকুল গাছ বিতরণের মধ্যেই থেমে থাকেন না । খোঁজও রাখেন গাছটি বেঁচে আছে কি-না।তবে কারো গাছ মারা গেলে নতুন করে ওই সব এলাকার মানুষকে আবার চারা দিয়ে আসেন । রফিকুল গত কয়েক বছরে আম, কাঁঠাল, পেয়ারা, কৃষ্ণচূড়াগাছের চারা বেশি বিতরণ করেছেন বলে জানান এলাকাবাসি।
মোহনবাগান গ্রামের রঞ্জিত রায় বলেন, রফিকুলের দেওয়া বিভিন্ন প্রজাতির গাছ এলাকার সবার বাড়িতেই আছে। সব গাছ বিতরণের উদ্দেশ্য যাই থাকুক, তবে কর্মকান্ডটি প্রশংসা কুড়িয়েছে। তা ছাড়া ইউপি সদস্য হিসেবে পরিচ্ছন্ন ব্যক্তিদের দরকার। এ ক্ষেত্রে বিত্তশালী হওয়ার চেয়ে মানবিক হওয়া বেশি প্রয়োজন। রফিকুলের মতো কেউ মেম্বার হলে সমস্যা দেখি না। ওই এলাকার হাওড়াপাড়া এলাকার হাসেম আলী বলেন, ‘গাছ বিতরণের মাধ্যমে এলাকার নারীদের কাছে খুব সহজেই পৌঁছতে পেরেছেন রফিকুল। পুরুষ ভোটাররা তাকে সংকোচের জায়গা থেকে এড়িয়ে গেলেও অনেক নারীর ভোট তিনি পাবেন বলে ধারনা তার।
স্থানীয় ডাবরভাঙ্গা এলাকার মিজানুর রহমান বলেন, রফিকুলের উদ্যোগ ও প্রচারের কৌশলে ভিন্নতা রয়েছে। এরই মধ্যে তিনি প্রসংশা কুড়িয়েছেন। তবে রফিকুল ইসলাম বলেন, ‘ভোট না পাই, মানুষের দোয়া তো পাব। তাছাড়া গাছ লাগানো সোয়াবের কাজ। আমি গরিব মানুষ, গরিবদের সুখ-দুঃখের অংশীদার হতে মেম্বার হওয়ার আগ্রহ জেগেছে। এখন গাছ বিতরণ করছি, আল্লাহ যদি মেম্বার হিসেবে কবুল করেন, তাহলে মানুষের সব ধরনের সহযোগিতায় পাশে দাঁড়াতে পারব ‘এটাই আমার প্রত্যাশা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত