মুশফিকুর রহিমের সাথে স্বাস্থ্যসেবা অ্যাপের মাইলফলক উদযাপন করে মেটলাইফ
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১৫:১১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭
মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ ৬ লাখেরও বেশি ডাউনলোড সম্পন্ন হওয়া উপলক্ষ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের এজেন্ট, ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মীদের সাথে ইফতার ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাফর সাদেক চৌধুরী এবং চিফ মার্কেটিং অফিসার, নওফেল আনোয়ার। এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত