পঞ্চগড়ে ইকো পার্ক নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা ডিসির বরাবরে এডিসির অভিযোগ

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ২৩:৪০

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় নামক এলাকায় সরকারি ১ নং খাস খতিয়ান জমিতে জেলা প্রশাসকের উদ্যোগে বিনোদন সুবিধার আওতায় ইকো পার্ক নামে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। এছাড় জমিতে সম্প্রসারণের কাজের উদ্যোগ গ্রহণ করা হয় হলে এতে বাঁধা প্রদান করেছে বলে লিখিত প্রধান করা হয়েছে জেলা প্রশাসকের বরাবরে।

অতি সম্প্রত্তি এই চলমান কাজে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বাঁধা প্রদান করেন বলে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) সোহেল সুলতান জুলকার কবির নাইন স্টিভ। ওই অভিযোগপত্রটি এখন ফেইসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। 

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সাধারন জনগন সহ বিএনপির নেতা-কর্মীদের নানা রকম নেতিবাচক কমেন্স সহ নানা মন্তব্য ওঠে এসেছে।লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় চলতি মাসের ৪ তারিখ ওই ইকো পার্কের পাশে সরকারি  খাস খতিয়ানভূক্ত আর এস ১ নং খতিয়ানের ৬৬৯৬ দাগে পতিত ০.০৩৬৮ একর জায়গায় ৮টি দোকান ঘর নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়। এটি মুলত ইকো পার্কের পাশে বসবাসকারী আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগিদের মধ্যে দুস্থ গরীবদের জন্য বরাদ্দকৃত। ঘটনাস্থলে জেলা প্রশাসনের রুটিন দায়িত্ব পালনরত অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার কবির নাইন স্টিভ। এসময় দোকান ঘর নির্মাণকালে পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি কাজে বাঁধা প্রদান সহ আশ্রয়ণে বসবাসরত সুবিধাভোগিদের হুমকী-ধামকি প্রধান করেন।

অভিযোগে উল্লেখ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসকের কাজে অহসযোগিতামূলক আচরণ সহ অশালীন আচরণ করা হয় । যদিও আমি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) পঞ্চগড় খাস জমির পাশের রাস্তায় জন্য ১০/১২ ফিট রাস্তা ছেড়ে দিতে সম্মত হয়েছিলাম। তারপরে বিএনপির আহবায়ক উচ্চবাচ্য আচরণ সহ সরকারি কাজে বাঁধা প্রদান করেন।

জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন , এটা আমার ভাবমূর্ত্তি নষ্ট করার জন্য করা হয়েছে। আমি সেখানে আমার জায়গায় রাস্তার জন্য একটু জমি চেয়েছিলাম এটাই। অন্য কিছু নয়। তারা সরকারি কাজ করবে করবে।এবিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী মুঠোফোনে বলেন  অভিযোগটি আমার কাছে আছে ‘ দেখি এটি নিষ্পত্তি করে দিবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত