মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  লিটন মাহমুদ

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ |  আপডেট  : ১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোজ রোববার বাদ আছর জেলা শহরের কৃষিব্যাংক থেকে রেংকস ভবন পর্যন্ত এলাকায় এ দোয়া মোনাজাত হয়।

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সার্বিক ব্যবস্হাপনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজন করেন এই দোয়া মোনাজাত অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পাঁচ বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই ও জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান সিনহা এর সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহীদুল ইসলাম শহীদ, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদত হোসেন সরকার, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক মো. জসিমউদ্দিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত