খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় নন্দীগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল
নাজমুল হুদা
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ | আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩
গুরুতর অসুস্থ্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বগুড়ার নন্দীগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) নন্দীগ্রাম দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কোরআন খতমে অংশগ্রহণ করেন। পরে বাদ জোহর নন্দীগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, সুলতান মাহমুদ, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা। এরপর তাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত