বেগম জিয়ার সুস্থতা কামনায় আদমদীঘিতে দোয়া ও এতিমখানায় ছাগল ছদগা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৭:৫৬ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী অসুস্থ্য বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর রহমত কামনায় বগুড়া-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার এতিম খানায় ছদগা হিসাবে ২টি ছাগলের খাসি বিতরণ করেছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেলে তিনি আদমদীঘি উপজেলা মডেল মসজিদে মোনাজাত ও বিশেষ দোয়া শেষে রেলওয়ে স্টেশন কদমা রোডে অবস্থিত এমদাদুল কওমী মাদরাসা ও এতিম খানায় ছদগা হিসাবে দুটি খাসি প্রদান করেন আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি কামরুল হাসান মধু, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, খন্দকার মেহেদী হাসান, মকলেছার রহমান, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত