মুন্সিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে টিআইবির মানববন্ধন
প্রকাশ: ৫ জুন ২০২২, ১৯:২৮ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯
মুন্সিগঞ্জে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিববার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। টিআইবি’র এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: একটাই বাংলাদেশ।
সনাক সভাপতি মুহাম্মদ তানভীর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তারা পরিবেশ দূষণরোধে আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশের দাবি করেন। প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সিগঞ্জের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান পরিবেশ দূষণ তথা বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ প্রভৃতির উল্লেখ করে এর অন্যতম মূল কারণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোড়া আরোপ করেন।
মুন্সিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি মুহাম্মদ শাহ্জাহান গাজী, হিরণ-কিরণ থিয়েটার মুন্সিগঞ্জের প্রতিষ্ঠাতা ও নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ন ফরিদ, সনাক সদস্য জাহানারা বেগম, সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা বেগম ও মুহাম্মদ নুরুন্নবী মুন্না নদীদূষণ ও দখল রোধ, পৌর এলাকায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবির পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বন্ধে সতর্ক হওয়ার আহ্বান করেন। মানববন্ধন শেষে মুন্সিগঞ্জে প্লাস্টিকের বেআইনী উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং তার লঙ্ঘনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সকল অংশীজনের সাথে সমন্বিতভাবে কম্যুনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়নসহ ৭দফা দবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
টিআইবি মুন্সিগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে মুন্সিগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা মিনহাজুল ইসলাম, সদস্যবৃন্দ, মুন্সিগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীবৃন্দসহ প্রায় অর্ধশত মানুষ অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত