মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এর জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৩:০৭ | আপডেট : ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪
৪ আগষ্ট বুধবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষক, কর্মচারী, নার্স ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে দিনব্যাপী ৩৬ জুলাই উদযাপন করা হয়। উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিজয় র্যালী, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পরিচালক ডা. মেজবাহ উর রহমান, উপাধ্যক্ষ ডা. শরিফুল হক, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. ছাইদুর রহমান, উপ-প্রকল্প পরিচালক সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মাহমুদ আলম, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল ইসলাম সহ নার্স, কর্মকর্তা, কর্মচারী, ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা ফ্যাসিবাদ মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ড্যাব, এনডিএফ,এনসিপি সহ সকল শান্তিপ্রিয় মানুষের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত