মির্জা ফখরুল আটক  

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১০:১৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৩:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করছে পুলিশ। রোববার সকালে গুলশানের নিজ বাসা থেকে তাকে নিয়ে যায় ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় গিয়ে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, এদিন সকাল ৯টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিতে তার গুলশানের বাসায় এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত