মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৯ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬
মাদরাসার মেধা-সাধারণ বৃত্তিপ্রাপ্ত নিয়মিত ও অ্যাকাউন্ট বাউন্স ব্যাক হওয়া শিক্ষার্থীদের টাকা গভর্মেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতির ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) পাঠানোর জন্য ভুল তথ্য সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে। এমন নির্দেশনা জানিয়ে সব মাদরাসা প্রধানকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজস্ব খাতভুক্ত সবধরনের বৃত্তির টাকা গভর্মেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে অনলাইনে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু কিছু মাদরাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এখনো এন্ট্রি করেননি এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য ব্যাংক হিসাব নম্বর ও শাখার নাম, পরীক্ষার খ্রিষ্টাব্দসহ বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এছাড়াও কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য যথাযথ না থাকায় ইএফটি বাউন্স ব্যাক হয়েছে। যেসব শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে তাদেরকে ফের টাকা পাঠানো জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর-প্রাসঙ্গিক তথ্য সংশোধন করা প্রয়োজন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত